
হাজার সংবাদ ডেস্ক: আজ ১৪ ই জুন। ঠিক এরকম একটা দিনে হারিয়ে গেছেন তিনি। সুশান্ত সিং রাজপুত নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছিলেন। এই অভিনেতা আত্মহত্যা করার আগে প্রেমিকার সাথে মনোমালিন্যে আলাদা হয়ে যেতে হয় রিয়া চক্রবর্তীকে ও এই অভিনেতাকে। তার আত্মহত্যার পর পুলিশের জেড়া এবং অনুরাগীদের ঘৃণা সহ্য করতে করতে আজ তিনি একাকী লিখে ফেলেছেন তার হারিয়ে যাওয়া প্রেমিক কে নিয়ে বেশ কিছু কথা।
প্রায় এক মাস পর সুশান্ত সিং কে নিয়ে লিখলেন রিয়া চক্রবর্তী। ১৪ তারিখ টাই তার জীবনে অনেক বড় একটি স্মরণ হয়ে থাকবে। এমন একটি দিনে হারিয়েছিলেন সুশান্ত সিং কে। বিভিন্ন প্রমাণ এবং বিভিন্ন কারণ উঠে আসে রিয়া চক্রবর্তী না আর তখন থেকে তাকে সবাই ঘৃণার চোখে দেখছে। সূত্রের খবর অনুযায়ী তখন জানা গেছিলো রিয়া চক্রবর্তী এবং একসাথে থাকে একি ফ্ল্যাটে। অর্থাৎ অঙ্কিতা লোখান্ডের পর সম্পর্ক হয় রিয়া সাথে সুশান্তের। এছাড়াও দুজনের বিয়ের কথা হয়েছিল এ বছরের শেষে, হঠাৎ করে এই অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি গোটা দেশ। গোটা দেশের বেশিরভাগ মানুষ করন জোহার ও সালমান খান থেকে শুরু করে বহু মানুষের ওপর সন্দেহজনকভাবে দেখেছেন তার মধ্যে অন্যতম নাম ছিল এই রিয়া চক্রবর্তী।
এতদিন যাবৎ মৃত্যুর প্রমাণ নিয়ে বার বার পুলিসি জেরায় হাপিয়ে উঠেছে। নিজের থেকে কিছুই বলতে আসেননি কিন্তু আজ 30 দিন পর হঠাৎ করে তিনি তার মনের কথা এবং দুজনের কাটানো একসাথে বেশ কিছু মুহূর্ত শেয়ার করলেন ইনস্টা পোস্টে।
তিনি বারবার তার প্রেমিকের মৃত্যুর শান্তি কামনা করেছে। যেখানে থেকো ভালো থেকো সুশান্ত। কিন্তু আমার দিন কাটছে না।
আরও পরুনঃ আলিয়া ও শাহিন ভাট্টকে ধর্ষণের হুমকি!
স্মৃতিচারণে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে এই অভিনেত্রী কিছুতেই ভুলতে পারছেনা একসাথে কাটানো কিছু মুহূর্ত এতগুলো দিন পরে হঠাৎ করেই তার এই পোস্ট অনুরাগীদের মনে অন্য রকম ইঙ্গিত তৈরি করছে। তবে তিনি বারবার জানিয়েছেন এবং তার পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন তিনি যথেষ্ট কষ্টে আছেন এবং সে কোন মতেই ভুলতে পারছে না। এটা সবথেকে চরমতম ঘটনা তার জন্য। কখনো ভুলতে পারব না তোমায়। বারবার জানিয়েছেন সুশান্ত তুমি আমকে অনেক কিছু শিখিয়েছ ভালবাসতে শিখেয়েছ। ভালোবাসার মানে বুঝিয়েছ। মানুষকে আপন করতে শিখিয়েছ তুমি। এই সমস্ত কিছু এখন ভাবনার অতীত। কোনদিন ফিরে আসবেনা তার জীবনের সেই প্রিয় মানুষটি। কিন্তু তাও তার স্মৃতি রয়ে যাবে সারা জীবন।